• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ


নিউজ ডেস্ক এপ্রিল ২৪, ২০১৭, ০২:৪৪ পিএম
ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) রাজশাহীর একটি হোটেলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাইস-চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম।

ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে বক্তব্য দেন, অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম, মোহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মো. ইয়াহিয়া এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মো. ফয়জুল কবির।

অনুষ্ঠানে প্রাণী সম্পদ উন্নয়ন শীর্ষক আলোচনা উপস্থাপন করেন, চাঁপাইনবাবগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের সহকারি প্রশিক্ষক (পশুপালন) মো. আবু সায়েম।

কেন্দ্রপ্রধানদের বক্তব্য দেন, মোছাঃ বিলকিস বাবর, লাইলী বেগম, শাকিলা বেগম, চম্পা রাণী ও শোভা রাণী প্রমুখ। ব্যাংকের নির্বাহীবৃন্দ ও  রাজশাহী জোনের অন্তর্গত ১৯টি শাখার নির্বাচিত ৪ শতাধিক আরডিএস সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!