• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসি গঠনে জাসদের ৭ দফা প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৬, ২০১৬, ০৮:০৩ পিএম
ইসি গঠনে জাসদের ৭ দফা প্রস্তাব

ঢাকা: নির্বাচন কমিশন-ইসি পুনর্গঠনে ৭ দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। রাষ্ট্রপতির সংলাপের আমন্ত্রণে সাড়া দিয়ে ইসি গঠনে আইন প্রণয়নসহ এ ৭ দফা প্রস্তাবনা দেন জাসদ।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল  বঙ্গভবনে যায়। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্রিফ করে জাসদ।   

সম্মেলনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু জানান, ইসি গঠনে আইন প্রণয়ন, ইসির কমিশনারদের মধ্যে একজন নারী রাখা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও সাংবিধানের চারটি মূলনীতিতে বিশ্বাসী লোকদের কমিশনার নিয়োগ দেয়াসহ ৭ দফা প্রস্তবানা দেয়া হয়।   

জবাবে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, নিজের দায়িত্বের যায়গা থেকে ইসি গঠনে আইন প্রণয়নের জন্য উদ্যোগ নেবেন বা ভূমিকা রাখবেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!