• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসির নিবন্ধন পেল ১১৯ পর্যবেক্ষক সংস্থা


নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০১৮, ০২:১৯ পিএম
ইসির নিবন্ধন পেল ১১৯ পর্যবেক্ষক সংস্থা

ঢাকা : নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে ১১৯টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার যাচাই-বাছাই, আপত্তি শেষে সংস্থাগুলোকে ২০২৩ সালের মে পর্যন্ত নিবন্ধন দেওয়া হয়।

এ-সংক্রান্ত অনুমোদনপত্রে সই করেন ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান। গত বছরের ৭ নভেম্বর নিবন্ধনের জন্য পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। ১৯৯টি সংস্থা এতে আবেদন করে। সেখান থেকে ১২০ সংস্থাকে প্রাথমিকভাবে অনুমোদন দেয় ইসি। এরপর একটি বাদ দিয়ে বাকিগুলোকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো।

ইসি সূত্রে জানা গেছে, নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে আরপিও-১৯৭২ সংশোধন করে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করে ইসি। একই সঙ্গে পর্যবেক্ষক নীতিমালাও তৈরি করা হয়। আইন অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচন পর্যবেক্ষণের ক্ষমতা পায় সংস্থাগুলো।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!