• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইয়াবাসহ আটক যুবক নিয়ে চোর-পুলিশ খেলা!


পটুয়াখালী প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ০৬:২৫ পিএম
ইয়াবাসহ আটক যুবক নিয়ে চোর-পুলিশ খেলা!

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এলাকা থেকে ৩০ পিচ ইয়াবাসহ আটক এক যুবকে নিয়ে পুলিশের নানা নাটকিয়তা ও চোর পুলিশ খেলার অবসান হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রাসেল মৃধা (৩২) নামে ওই যুবকে পুলিশ ইয়াবাসহ আটক করলেও বিকেল ৫ টায় ছেড়ে দেয়া হয়।

তবে এ ক্ষেত্রে বিশেষ তদবির ও পুলিশের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ ঘটনায় সমালোচনা ও বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার রাত ১২ টায় তাকে আবারো গ্রেপ্তার করে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

রাসেলকে ছেড়ে দেয়ার পর রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা উপ-পরির্দশক (এসআই) নাসির উদ্দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের বলেছিলেন, ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্যসহ শতাধিক লোক উপস্থিত হওয়ায় তাকে ছেড়ে দিয়েছি। যেহেতু মাদকের বিষয়, তাই কোন দোষীকে ছাড় দেয়ার সুযোগ নেই। আবার নির্দোষ ব্যক্তিকে ক্ষতি করারও সুযোগ নাই। মাদকের বিষয়টি প্রমাণ করতে হলে তার দখল লাগবে। তার দোকানের সামনে একটা রুম আর পিছনেও একটা রুম।

মূলত আমার এলাকায় যেহেতু চুরি-টুরি নাই তাই সব সময় স্থানীয়রা দরজা-জানালা খোলাই রাখে। এখন আমরা তদন্ত করে মামলার দিকে এগোবো। তবে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে তাকে সাময়িক ছেড়ে দেয়া হয়েছিল, পরে আবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

রাঙ্গাবালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) সামসুল আরিফিন আসামি ছেড়ে দেয়ার বিষয়ে বলেন, ‘রাসেল মৃধাকে গ্রেপ্তারের পরে জানতে পেরেছি তাকে ফাঁসানোর জন্য তার দোকানে ইয়াবা রাখা হয়েছে। এজন্য আমরা তাকে ছেড়ে দিয়েছি।’ এদিকে আর্থিক সুবিধা নিয়ে আসামি ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকেই অনেক মুখরুচক কথা বলেন, কিন্তু এগুলোর কোন ভিত্তি নেই।’

তবে আবার আসামি রাসেল মৃধাকে গ্রেপ্তার ও জেলহাজতে প্রেরনের পর ওসির বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন,  ‘৩০ পিচ ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে, তবে তাকে ছেড়ে দেয়া হয়েছিলো এমন তথ্য আমাদের কাছে নেই।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!