• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়েমেনে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৫০


আন্তর্জাতিক ডেস্ক মে ৩০, ২০১৬, ১০:৪৫ এএম
ইয়েমেনে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৫০

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছে।

রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সাবওয়া ও মা’রিব প্রদেশের মধ্যবর্তী বেইহান অঞ্চলে এ সংঘর্ষ হয়। সৌদি সমর্থিত হাদিপন্থি সেনাদের বিরুদ্ধে আনসারুল্লাহ যোদ্ধারা অভিযান শুরু করলে সংঘর্ষ শুরু হয় বলে ইরানের প্রেস টিভি খবর দিয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, সংঘর্ষে আনসারুল্লাহর ২৮ যোদ্ধা ও হাদিপন্থি ২০ সেনা নিহত হয়েছে। তবে হাদিপন্থিরা নিহতের ভিন্ন সংখ্যা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে- সংঘর্ষে মোট ৬৯ জন নিহত হয়েছে যার মধ্যে হাদিপিন্থ ২২ জন নারী রয়েছে।

ইয়েমেনের দু পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলার ভেতরেই গতকালের এ সংঘর্ষ হলো। এছাড়া, ইয়েমেন সংকট নিরসনের জন্য কুয়েতের রাজধানীতে জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনা চলছে। এর মধ্যে অবশ্য সৌদি আরব ও তার মিত্ররাও ইয়েমেনে মাঝেমধ্যে বিমান হামলা চালাচ্ছে।

আনসারুল্লাহ যোদ্ধারা বলছে, বিমান হামলা পুরোপুরি বন্ধ না হলে তারা অস্ত্র সমর্পণ করবে না।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!