• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে হামলায় নিহত ২৬


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৪, ২০১৮, ০২:৪৩ পিএম
ইয়েমেনে হামলায় নিহত ২৬

ঢাকা : ইয়েমেনের হুদাইদা বন্দরে সংঘর্ষের ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ৪ জন সংযুক্ত আরব আমিরাতের সেনা এবং ২২ জন হুতি বিদ্রোহী।

সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৩ জুন) হুতি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ১৮টি বিমান হামলা চালানো হয়।

এদিকে, ইয়েমেন পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৪ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাজ্য।

২০১৪ সালে ইয়েমেন সংকট শুরুর পর এই প্রথম ইয়েমেনের কোন এলাকা দখলের অভিযান চালাচ্ছে সৌদি জোট। হুদাইদার বিমানবন্দর, নৌবন্দরের পাশাপাশি রাজধানী সানার সাথে মূল সংযোগ সড়ক দখলই তাদের লক্ষ্য।

বন্দরটির দখল ছাড়তে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এতে রাজি না হওয়ায় বিমান হামলা শুরু করে সৌদি জোট।

ইয়েমেনে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর অন্যতম রুট এ বন্দর। সংঘর্ষ কবলিত দেশটিতে প্রায় ৮০ লাখ মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!