• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়েমেনের হুদায়দা বন্দরে বাড়তি সেনা মোতায়েন


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৩, ২০১৮, ০৯:০৭ এএম
ইয়েমেনের হুদায়দা বন্দরে বাড়তি সেনা মোতায়েন

ঢাকা: ইয়েমেনের বন্দরনগরী হুদায়দায় আবারো সেনা মোতায়েন করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শহরটিতে যাতে ত্রাণ পৌঁছতে না পারে সেজন্য নতুন করে অভিযান শুরু করেছে এই জোট।

বুধবার হুদায়দার বিমানবন্দরও দখল করেছে সৌদি জোট। বন্দরনগরী হুদায়দা ইয়েমেনে যোগাযোগের প্রধান পথ। এই বন্দর দিয়ে ইয়েমেনের ৭০ শতাংশ খাদ্যপণ্য আমদানি হয়। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ইয়েমেনের গৃহযুদ্ধে ১০ হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ হাজারের বেশি।

এ ছাড়া গৃহহীন হন ৩০ লাখের বেশি মানুষ। দেশটিতে খাদ্য সঙ্কট দূভিক্ষে রূপ নিয়েছে। ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!