• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদে চালু হচ্ছে পাঁচ সিনেপ্লেক্স


বিনোদন ডেস্ক জুন ২৭, ২০১৬, ১১:৩৬ এএম
ঈদে চালু হচ্ছে পাঁচ সিনেপ্লেক্স

দেশের সিনেমা হল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। তাই ছবি মুক্তিতে হল সঙ্কটে পড়ছেন নির্মাতারা। এমন বাস্তবতায় নতুন আশার কথা শোনালেন জাজ মাল্টিমিডিয়া ও স্টার সিনেপ্লেক্সের দুই কর্ণধার। জানালেন, দেশজুড়ে বন্ধ হওয়া অর্ধশত হল ফের চালুর পাশাপাশি পাঁচটি সিনেপ্লেক্সও তৈরি করেছেন তারা। যা চালু হবে রোজার ঈদেই।

গেলো এক দশকে যেন নিয়ম মেনেই বন্ধ হচ্ছে ছবিঘর। এমন হতাশার বেলাভূমিতে আশার কথা শোনালেন জাজ মাল্টিমিডিয়া ও স্টার সিনেপ্লেক্সের দুই কর্ণধার।  

রাজধানীসহ সারা দেশে বন্ধ হওয়া ৫০টি হল ফের চালুর উদ্যোগ নিয়েছেন, জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারি আব্দুল আজিজ। জানালেন রোজার ঈদেই নবরূপে দেখা যাবে, ১২টি হলকে। পর্যায়ক্রমে সংস্কার করে চালু হবে বাকিগুলোও।

সুখবর আছে আরো। এতদিন শুধু বসুন্ধরা সিটি আর যমুনা ফিউচার পার্কেই ছিলো সিনেপ্লেক্স। তবে, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান জানালেন, রাজধানী হাতিরঝিলের পুলিশ প্লাজায়সহ বিভিন্ন স্থানে আরো পাঁচটি সিনেপ্লেক্স চালুর উদ্যোগ নিয়েছেন তিনি। এছাড়া স্টার সিনেপ্লেক্সে যোগ হবে আরেকটি থিয়েটার। 

তবে, জাজের কর্ণধারের মতে শুধু হল নির্মাণ করলেই হবে না সেগুলো সচল রাখতে তৈরি করতে হবে ভালো মানের ছবিও। 

জাজ ও স্টার সিনেপ্লেক্সের দুই শীর্ষ ব্যক্তিই একমত সরকারি-বেসরকারিভাবে যদি সবাই এগিয়ে আসে; তাহলেই কেবল কাটবে হল সঙ্কট।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!