• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদে রাজিব শাহ’র ‘মানব জনম’


বিনোদন প্রতিবেদক জুন ২৮, ২০১৬, ০৫:৩৭ পিএম
ঈদে রাজিব শাহ’র ‘মানব জনম’

এই ঈদে অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে অণু মোস্তাফিজ ফিচারিং রাজিব শাহ’র একক অ্যালবাম ‘মানব জনম’। অ্যালবামে সাতটি গান স্থান পেয়েছে। ফোক ধাঁচের সবগুলো গানই গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী রাজিব শাহ।

পুরো অ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। গানগুলো লিখেছেন শাহীন মাহমুদ, তাপস চৌধুরী, পাগল হাসান, ফকির শাহাবুদ্দিন, নুরুল ইসলাম, এন আই বুলবুল ও সাঈদ হাসান । গানের শিরোনামগুলো হচ্ছে ‘মানব জনম’, ভাবেব হাট’, ‘দক্ষিণা বাতাস’, ‘পাগলেম নাম’, ‘নিরঞ্জন’, ভালবাসাবাসি’, ও ‘মহাজন’।

অ্যালবাম প্রসঙ্গে সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজ বলেন, অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ফোক অ্যালবাম করব। পেয়ে গেলাম রাজীব শাহ্-কে। ওর অসাধারণ গায়কি সকলকে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস। আমারও চেষ্টা ছিল গানগুলোকে একটু ভিন্নভাবে সাজাতে। ভালো-মন্দের বিচার শ্রোতাদের হাতে। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।

রাজিব শাহ বলেন, আগের অ্যালবামের সফলতার ছোঁয়ায় ‘মানব জনম’ বয়ে নিয়ে যাবে আশা করছি। অনেক সময় ‘মানব জনম’ গড়েছি। সবগুলো গানই ফোক ঘরানার। প্রাণের এই গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে, এ আমার দৃঢ়বিশ্বাস।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

রাজিব শাহ’র একটি জনপ্রিয় গানের ভিডিও

 

Wordbridge School
Link copied!