• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের আগের দিনও ব্যাংক খোলা রাখার দাবি


নিজস্ব প্রতিবেদক জুন ২০, ২০১৭, ০৮:০৯ পিএম
ঈদের আগের দিনও ব্যাংক খোলা রাখার দাবি

ঢাকা: ২৩ জুন (শুক্রবার) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ব্যাংক খোলা রাখার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ লেনদেন, কর্মচারীদের বেতন ছাড় ও আমদানি-রফতানি বাণিজ্যের সুবিধার্থে মঙ্গলবার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অরও বলা হয়, আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং স্থলবন্দরসমূহ বিশেষ ব্যবস্থায় ঈদের ছুটির মধ্যেও খোলা রাখার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত টানা ৫ দিন সব সরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!