• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ঈশ্বরের চেয়ে বড় নয় বিসিসিআই’


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০১৭, ০৭:৩৫ পিএম
‘ঈশ্বরের চেয়ে বড় নয় বিসিসিআই’

ফাইল ফটো

ঢাকা: আদালত থেকে মুক্তি পেলেও ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই) তাদের অবস্থানে অনড় রয়েছে। তারা কিছুতেই শ্রীসান্থকে ক্রিকেটের মূল স্রোতে ফেরাতে রাজি নয়। শুক্রবার (১১ আগষ্ট) এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন শ্রীসান্থ।

কিছুদিন আগেই আদালতের তরফ থেকে বিসিসিআইকে নির্দেশ দেয়া হয়েছিল যত দ্রুত সম্ভব শ্রীসান্থের ওপর থেকে আজীবন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ছিলেন শ্রীসান্থ। কিন্তু একই কারণে নিষিদ্ধ দুই ফ্র্যাঞ্চাইজি আগামী মৌসুমে ফিরছে আইপিএলের মঞ্চে। যদি দল ফিরতে পারে তা হলে ব্যক্তি নয় কেন?

এ দিন সোশ্যাল মিডিয়ায় শ্রীসান্থ লেখেন, ‘বিসিসিআই আমি ভিক্ষা চাইছি না, আমার বেঁচে থাকা ফিরিয়ে দেয়া হোক। এটা আমার অধিকার। তোমরা ঈশ্বরের ওপরে নও।’

শ্রীসান্থ ভারতের হয়ে ২৭টি টেস্ট, ৫৩টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বশেষ তিনি খেলেছেন ২০১১ সালের আগস্টে। নিজের ভাগ্য নিয়ে প্রশ্নের সঙ্গে চেন্নাই সুপার কিংস (সিএসকে) আর রাজস্থান রয়্যালসকে নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন শ্রীসান্থ।

তাঁর প্রশ্ন বোর্ড নাকি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে ম্যাচ ফিক্সিং বিষয়ে, তা হলে চেন্নাই আর রাজস্থানের ব্যাপারটা কী?

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!