• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উখিয়ায় পিটিয়ে রোহিঙ্গা যুবককে হত্যা


কক্সবাজার প্রতিনিধি মার্চ ১৬, ২০১৮, ১১:৫৯ এএম
উখিয়ায় পিটিয়ে রোহিঙ্গা যুবককে হত্যা

কক্সবাজার: জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে হাকিম (৩০) নামে এক  যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন আরেক রোহিঙ্গা যুবক।

শুক্রবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৪টায় কুতুপালং ক্যাম্পের ডি ৪ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত হাকিম একই ব্লকের নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, হাকিমের দুই স্ত্রী। একজন বান্দরবান ও অন্যজন ক্যাম্পে থাকেন। বান্দরবানে থাকা স্ত্রী বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্তানদের দেখতে ক্যাম্পে আসেন। এ সময় তার পরিচয় জানতে চায় একই ওয়ার্ডের রাশেদুল্লাহর ছেলে মো. রফিক। এনিয়ে কথা কাটাকাটি হয় দুই পরিবারের মধ্যে।

এরই জের ধরে শুক্রবার ভোরে মো. রফিক হাতুড়ি দিয়ে পিটিয়ে হাকিমকে হত্যা করেন। ঘটনার পরপরই রফিক পালিয়ে গেলেও এই ঘটনায় জড়িত থাকার দায়ে ওই ব্লকের মাঝি শামসুকে আটক করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বলেন, হত্যাকারীকে আটকে ও ঘটনার মূল রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!