• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তপ্ত পাক-আফগান সীমান্ত


আন্তর্জাতিক ডেস্ক মে ১৩, ২০১৬, ০৬:৪৮ পিএম
উত্তপ্ত পাক-আফগান সীমান্ত

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকা তোরখামে আবারও এক ধাপ বৃদ্ধি পেয়েছে উত্তেজনা। দেশ দু’টি সীমান্তে ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন করেছে। দু’দেশের আলোচনাকারীরা উত্তেজনা নিরসনে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নেয়ার পাশাপাশি তোরখাম সীমান্তের উভয় পাশেই বাড়িতে সেনা পাঠিয়েছে দেশ দু’টি। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো আজ এ খবর দিয়েছে।

পাক-আফগান অভিন্ন সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ উত্তেজনা দেখা দিয়েছে। অবৈধ ও গোপন যাতায়াত বন্ধে অভিন্ন সীমান্তের কিছু কিছু অরক্ষিত এলাকায় কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করে পাকিস্তান।

পাকিস্তানের এ পদক্ষেপের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিন্ন সীমান্তে মোতায়েন সেনা এবং সীমান্ত রক্ষীদের অবস্থানগুলো জোরদার করেছে আফগানিস্তান।

উত্তেজনা বিরাজমান থাকায় উপুর্যপরি তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে তোরখাম সীমান্ত। উভয় পক্ষের আলোচক দল পাকিস্তানের সীমান্তে ভেতর স্বল্প সময়ের বৈঠকে বসেছিল। কিন্তু তাদের আলোচনা সফল হয় নি।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!