• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তর ও দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ


টাঙ্গাইল প্রতিনিধি আগস্ট ২০, ২০১৭, ১০:২০ এএম
উত্তর ও দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইল: ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় পৌলি নদীর উপর নির্মিত রেলসেতুর একাংশের মাটি বন্যার পানিতে ধসে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২০ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হয়। এরপরই মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান- জয়দেবপুর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ স্থানটি পরিদর্শন করেছে। এখন সেখানে মাটি ভরাটের কাজ চলছে। পৌলি রেলসেতুর কাছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়ে আছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!