• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়া থেকে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৬, ২০১৭, ১০:২৯ পিএম
উত্তর কোরিয়া থেকে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার

ঢাকা: মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে নিজ দেশ থেকে বহিষ্কার করেছে উত্তর কোরিয়া। এজন্য তাকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। এই সময়ে মধ্যে রাষ্ট্রদূতকে উত্তর কোরিয়া ছাড়তে হবে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম গত ১৩ ফেব্রুয়ারি খুন হন মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে। এই হত্যাকাণ্ডের তদন্তের জের ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধের সৃষ্টি হয়েছে। এরই জের ধরে উত্তর কোরিয়া থেকে বহিষ্কার করা হলো মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে।

বেধে দেয়া সময় অনুযায়ী মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টার মধ্যে উত্তর কোরিয়া ত্যাগ করতে হবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!