• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়া ইস্যুতে চীনের প্রস্তাবে রাজি যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৮, ২০১৭, ০১:০৫ এএম
উত্তর কোরিয়া ইস্যুতে চীনের প্রস্তাবে রাজি যুক্তরাষ্ট্র

ঢাকা: সম্ভ্যাব্য যুদ্ধ থেকে সরে আসার জন্য বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে আহ্বান জানিয়ে আসছে চীন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। টানা উত্তেজনার মধ্যে কোরিয় উপদ্বীপে যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরকম গরম পরিস্থিতিতে হঠাৎ করেই নাটকিয় মোড় নিলেন ট্রাম্প।

যুদ্ধে জড়িয়ে যাওয়ার আগে চীনের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও এখনো দক্ষিণ কোরিয়ায় সমরাস্ত্র মজুদ করা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চীনের এ প্রস্তাবে রাজি হয়েছে দেশটি। মস্কোতে কয়েক দেশের সরকার প্রধানদের এক বৈঠকের আলোচনার পরে চীনা প্রেসিডেন্ট শিনজো আবে ও মার্কিন প্রেসিডেন্ট আলোচনায় বসার কথায় রাজি হয়েছেন। দু’জনেই সংবাদ সম্মেলনে আলোচনায় বসতে যাওয়ার কথা বলেছেন। একইসঙ্গে উত্তর কোরিয়াকে ঘিরে যে উত্তেজনা চলছে, তা কমিয়ে আনারও অঙ্গীকার করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র বলছে, আলোচনার জন্য দরজা উন্মুক্ত। সব বিষয়েই আলোচনা করার জন্য আমরা বসতে চাই। সকল এজেন্ডা আলোচনার টেবিলে রাখা হয়েছে। রয়টার্স

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!