• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উত্তর বাড্ডার প্রিমিয়ার প্লাজায় ভয়াবহ আগুন


নিজস্ব প্রতিবেদক জুন ২৯, ২০১৬, ০৯:৫৭ এএম
উত্তর বাড্ডার প্রিমিয়ার প্লাজায় ভয়াবহ আগুন

রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দফায় দফায় ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বুধবার সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিস এখনো কাজ করছে। বিভিন্ন স্থানে ধোঁয়া আছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, ভবনটি থেকে ১২০ জন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন পুরোপুরি নিভলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ভবনটির নিচতলা থেকে ৪ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে ফার্নিচারের দোকান থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আবাসিকের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পরিদর্শক মাহমুদ বলেন, আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় ফায়ার স্টেশনের পাশাপাশি সদর দফতর থেকেও ইউনিট পাঠানো হয়েছে। মোট ২৩টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র আরো জানায়, ভবনের আশপাশের সব মানুষ নিচে নেমে এসেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ল্যাডার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

আগুনের সূত্রপাত কিংবা হতাহতের কোনো সংবাদ এখন পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!