• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদ্ধার হওয়া কিশোর ফুটবলাররা সুস্থ


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১০, ২০১৮, ০২:১৬ পিএম
উদ্ধার হওয়া কিশোর ফুটবলাররা সুস্থ

ঢাকা : থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া আট কিশোর ফুটবলার সুস্থ আছে। তবে নানা পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের সপ্তাহখানেক হাসপাতালে রাখা হবে বলে জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী ডা. জেসাদা চোকেদারমারোংসুক। তিনি বলেন, এ মুহূর্তে তাদের শারীরিক অবস্থা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, তারা নিরাপদে আছে। প্রথম চারজনকে উদ্ধারের পর তাদের সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে।

রক্তপরীক্ষা, ফুসফুসের এক্স-রে, হার্ট, চোখ ও মানসিক পরীক্ষা করা হয়েছে, বলেন জেসাদা। তিনি বলেন, গুহা থেকে বের করে আনার পর তাদের তাপমাত্রা ছিল খুবই নিম্ন। দুজনের ফুসফুসের কার্যক্রম ছিল অনিয়মিত। একজনের ডান পায়ের গোড়ালিতে জখম হয়েছিল। কিন্তু এখন তাদের কোনো জ্বর নেই, তারা নিয়মিত কার্যক্রম চালিয়ে যেতে পারছে।

তিনি বলেন, ডাক্টাররা বালকদের চিকিৎসা দিয়েছেন। তারা ভালো ও উৎফুল্ল মেজাজে আছে। থাই স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিশোররা ফুটবলার। তারা খুবই শক্তিশালী। তাদের প্রচণ্ড রোগ-প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তিনি বলেন, ফুটবল খেলোয়াড় হওয়ায় তাদের ক্ষুধা বেশি। যে কোনো খাবার দিলে তারা হজম করে ফেলতে পারে। যেন সংক্রমণ না ঘটে, সে জন্য তাদের বাবা-মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের সপ্তাহখানেক হাসপাতালে রাখা হতে পারে।

চার কিশোর উদ্ধার : থাইল্যান্ডে বহুল আলোচিত সেই গুহা থেকে আরো চার কিশোর ফুটবলারকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট আট কিশোরকে উদ্ধার করা হলো। দলটির কোচসহ আরো পাঁচজন  আটকা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (৯ জুলাই) দুপুরে গুহার ভেতরে প্রবেশ করেন উদ্ধারকারী দলের ডুবুরিরা। উদ্ধার কাজের এক কর্মকর্তা বিবিসিকে এই খবর নিশ্চিত করেছেন।

উদ্ধার করা শিশুদের নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্সকে চিয়াং রাইয়ের একটি হাসপাতালে নিতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।    

এরই মধ্যে গতকাল রাতে চার কিশোর ফুটবলারকে গুহার ভেতর থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন ডুবুরিরা। গুহার ভেতরে পানি কম থাকায় ধারণার চেয়ে কম সময়ে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। চার কিশোরকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিয়াং রাই রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, উদ্ধারের পর পরই শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিবিসি জানায়, প্রায় চার কিলোমিটার দীর্ঘ ও আঁকাবাঁকা সুড়ঙ্গের ভেতর দিয়ে শিশুদের বাইরে আনার জন্য ডুবুরিরা নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেছেন। প্রতিটি শিশুর সঙ্গে দুজন করে ডুবুরি থাকছেন।

গত ২৩ জুন ওই প্রদেশের থাম লুয়াং গুহায় আটকা পড়ে ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ। শুষ্ক অবস্থায় সেখানে ঘুরতে গিয়ে বিপদে পড়ে যায় তারা। ভারি বর্ষণের কারণে গুহা থেকে আর বের হতে পারেনি। ওই ঘটনার নয় দিন পর গত ২ জুলাই আটকে পড়াদের ব্যাপারে জানতে পারে সবাই।

উদ্ধারকারী দলে ১৩ বিদেশি ডুবুরি ও থাই নেভি সিলের পাঁচ সদস্য রয়েছেন। নানাভাবে মোট ৯০ জন ডুবুরি সহায়তা করছেন উদ্ধার অভিযানে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!