• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উন্নয়ন প্রচারে নির্বাচনী মাঠে নড়াইলের সরোয়ার হোসেন


ফরহাদ খান, নড়াইল সেপ্টেম্বর ১৮, ২০১৮, ১০:৪২ এএম
উন্নয়ন প্রচারে নির্বাচনী মাঠে নড়াইলের সরোয়ার হোসেন

নড়াইল: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন। গত এক সপ্তাহ ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

এ সময় ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন।

নড়াইল-১ আসনে (কালিয়া উপজেলা ও সদরের আংশিক) আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কাজী সরোয়ার হোসেন জানান, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষকে সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন। ইতোমধ্যে নড়াগাতি বাজার, যোগানিয়া, বাঐসোনা, কলাবাড়িয়া, কালিয়া বাজার, বাবরা-হাচলা, চাঁচুড়ি বাজার ও পুরুলিয়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। সংসদীয় আসনের অন্যান্য এলাকাতেও গণসংযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক মুকিত মোল্যা, জয়নগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ওমর চৌধুরী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মোল্যা, কলাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিবরিল মোল্যা, নড়াগাতি থানা যুবলীগের সাধারণ সম্পাদক কিসমত চৌধুরী, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ সাইফুজ্জামান মিরাজ, যুবনেতা শেখ নাদিম মাহমুদ প্রমুখ।

এর আগে নড়াগাতি, কালিয়া, শেখহাটিসহ বিভিন্ন এলাকায় জাতীয় শোক দিবস এবং দলীয় বিভিন্ন কর্মসূচী পালন করেছেন নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের সন্তান কাজী সরোয়ার হোসেন। মাঠ পর্যায়ে তৃণমূল নেতা-কর্মীদের পাশাপশি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন তিনি। এছাড়া নড়াইল-১ আসনের বিভিন্ন এলাকার মাদরাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

নেতা-কর্মী ও সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষ জানান, কাজী সরোয়ার হোসেন ইতোমধ্যে গরিবের বন্ধু এবং ‘নেতাকর্মী বান্ধব নেতা’ হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন। আ’লীগের প্রার্থী হিসেবে নড়াইল-১ আসনে তাকে (সরোয়ার) দলীয় মনোনয়ন দেয়ারও আহবান জানান তারা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!