• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উপবৃত্তি কার্ড তৈরিতে টাকা আদায়ের অভিযোগ


বাগেরহাট প্রতিনিধি জুলাই ১৫, ২০১৬, ০৪:৫৭ পিএম
উপবৃত্তি কার্ড তৈরিতে টাকা আদায়ের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি কার্ড তৈরিতে খরচের অজুহাতে কার্ড প্রতি অভিভাবকদের কাছ থেকে ১০০টাকা হারে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছ। এমনকি এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বাক বিতন্ডার ঘটনা ঘটেছে।

অভিভাবকদের অভিযোগ, উপজেলার জিউধরা ইউনিয়নের বটতলা চন্দনতলা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি 
কার্ডে অভিভাবকদের স্বাক্ষর গ্রহনকালে তাদের প্রত্যেকের কাছ থেকে ১০০টাকা হারে চাঁদা আদায় করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়না রানী। এসময় কোন কোন অভিভাবক প্রতিবাদ করলে তাদের সঙ্গে শিক্ষকদের বাক বিতন্ডার সৃষ্টি হয়। ২য় শ্রেনীর এক ছাত্রের  মা জানান টাকা দিতে না পারায় তিনি স্বাক্ষর না দিয়েই বাড়ি ফিরে যান। এ নিয়ে জটলা সৃষ্টি হয়ার পরের দিন অবশ্য টাকা ছাড়াই তার স্বাক্ষর গ্রহন  করা হয়। উপবৃত্তি সুবিধাভোগী শিক্ষার্থীদের তালিকা তৈরির খরচের নামে অভিভাবকদের কাছ থেকে  টাকা আদায়ের ঘটনা নিয়ে এলাকায় অভিভাবকদের মাঝে ব্যাপক ক্ষেভের সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় লোকজনের অসন্তোসের মুখে কোন কোন অভিভাবককে টাকা ফেরৎ দেয়া হয়েছে বলে জানা গেছে। 

এব্যাপারে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম    
 

Wordbridge School
Link copied!