• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উবারের ৫ কোটি সদস্য ও চালকের তথ্য হ্যাক


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক নভেম্বর ২২, ২০১৭, ১০:৫৫ এএম
উবারের ৫ কোটি সদস্য ও চালকের তথ্য হ্যাক

ঢাকা: সারাবিশ্বে অ্যাপস-ভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের ৫ কোটি ৭ লাখ সদস্য এবং চালকের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উবার কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সালে পরপর দুইবার সাইবার হামলার মাধ্যমে সদস্য এবং চালকদের নাম, ইমেইল, ফোন নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত গোপনীয় তথ্য হ্যাক করে নেয় হ্যাকাররা।

তবে এক লাখ মার্কিন ডলার অর্থের বিনিময়ে হ্যাকাররা পরে এসব তথ্য মুছে ফেলে দেয় বলে দাবি উবারের। হ্যাক হওয়া তথ্যের মধ্যে চালকদের লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন গোপনীয় তথ্য রয়েছে।

এসব তথ্য হ্যাক হওয়ায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে এক বিবৃতিতে জানিয়েছে উবার কর্তৃপক্ষ। এ ঘটনার পর ব্যক্তিগত তথ্য সংরক্ষণে উবারকে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে চালকরা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!