• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উৎপলকে নিয়ে ভুয়া খবর দেয়া হয়েছে: মতিঝিল থানা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০১৭, ০৮:২৯ পিএম
উৎপলকে নিয়ে ভুয়া খবর দেয়া হয়েছে: মতিঝিল থানা

ঢাকা: নিখোঁজ সাংবাদিক উৎপল দাসকে পাওয়া গিয়েছে এমন তথ্য সত্য নয় বলে জানিয়েছে মতিঝিল থানা। এর  আগে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, উৎপল বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

উৎপলের বোন রানি জানিয়েছেন, অজ্ঞাত এক নাম্বার থেকে পুলিশ পরিচয়ে উৎপলকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে টাকার দাবি করেছিল। তিনিই বলেছিলেন, উৎপল টাঙ্গাইলে আছেন।

পরে এ বিষয়ে সংবাদ প্রচার হলে মতিঝিল থানার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বলা হয়, উৎপলকে পাওয়ার তথ্যটি ভুয়া। এরকম কোনো তথ্য তাদের কাছে নেই।

গত ১০ অক্টোবর মতিঝিল এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। এ বিষয়ে মতিঝিল থানায় একটি জিডি করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!