• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ উৎসব সবার : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৪, ২০১৮, ১২:৫৪ পিএম
এ উৎসব সবার : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: দেশে-বিদেশে সব বাঙালিকে তিনি বাঙলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ উৎসব সবার। শহর, গ্রাম সবখানেই সবাই একসঙ্গে নববর্ষের উৎসব উদযাপন করে। 

শনিবার (১৪ এপ্রিল) গণভবনে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।  

তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে এ উৎসব উদযাপন করে। বিদেশে এ উৎসব করা হয়। এমনকি গ্রাম পর্যায়েও এ উৎসব উদযাপন করা হয় এখন। সবাই মন খুলে একাত্ম হয়ে যাতে এ উৎসব পালন করতে পারে আমরা সে ব্যবস্থা করেছি। 

এ সময় তিনি বলেন, বাঙলা নববর্ষ উদযাপন করার জন্য আমরা গত বছর থেকে নববর্ষে ভাতার ব্যবস্থা করেছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের সজাগ থাকতে হবে যাতে দেশে এমন কোনো অশুভ শক্তি না আসে, যারা সমাজ, ধর্ম ও সংস্কৃতির ওপর আঘাত করতে পারে। এমন কোনো শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয়া যাবে না। কারণ, বাংলা আমাদের দেশ, এখানে কোনো অপশক্তি থাকতে পারে না। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!