• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ এক অন্য পুলিশ


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৭, ২০১৭, ০৭:৪৬ পিএম
এ এক অন্য পুলিশ

ঢাকা : আজ পুশিশ মানেই আতঙ্ক, অথচ হওয়ার কথা ছিল মানুষের বন্ধু। নিরাপত্তার জন্য রাতে বিভিন্ন পয়েন্টে বসানো হয় চেকপোস্ট। অথচ সেগুলোতে দায়িত্ব পালনকারী অনেক পুলিশ সদস্যের হাতেই হয়রানির শিকার হতে হয় মানুষ, চলে চাঁদাবাজি। ছিনতাই চলে তাদের ইশারাতেও, এমন অভিযোগ নতুন কিছু নয়। আবার ভালো নজিরও আছে। 

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর কথাই ধরুন না। ঘর, সংসার, চাকরি- সব সামলে আজও মুগ্ধ তার বাঁশিতে। বাঁশিই যে তার প্রথম প্রেম। সেই কোন ছোট্টবেলায় মেলায় রথ দেখতে গিয়ে বাঁশি নিয়ে এসেছিলেন মায়ের হাত ধরে। 

ইন্দ্রজিৎ জানালেন, চোর-পুলিশ খেলতে খেলতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়লে বাঁশিই তার আশ্রয়। কারণ তার সুরের মূর্ছনা পারে কাঁদাতে ও হাসাতে। তাই তিনি এ জীবনের মতো বাঁধা পড়েছেন এই ডাকাতিয়ার প্রেমে। যেখানেই যান, বাঁশি যায় সঙ্গে। ডাক পেলে অনুষ্ঠানও করেন। পুলিশের অনুষ্ঠান থাকলে তো কথাই নেই। শিল্পী তালিকায় থাকেন সবার আগে।

সোনালীনিউজ/ এসও

Wordbridge School
Link copied!