• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ দড়ি ছিঁড়তে হবে...


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০১৬, ০৯:৩২ পিএম
এ দড়ি ছিঁড়তে হবে...

ঢাকা: নতুন এক বোধোদয় হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। নব্বইয়ের গণঅভুত্থানে স্বৈরাচারী শাসক হিসেবে চিহ্নিত হয়েছেন সাবেক এই সেনানায়ক। নব্বইয়ের পরে ক্ষমতাসীন সরকার তার বিরুদ্ধে বহুবিধ মামলা করেছেন। যেসব মামলার বোঝা কাঁধে নিয়েই তাকে রাজনীতির মাঠে খুড়িয়ে খুড়িয়ে চলতে হয়।

বুধবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত এক প্রতিনিধি সভায় তার এই উপলব্ধীর কথা জানান।

জাপা ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ও সভায় প্রধান অতিথি হিসেবে এরশাদ দুঃখ প্রকাশ করে বলেন, ‘কেউ আমার ওপর সুবিচার করেনি। সবাই আমাকে পায়ে দড়ি দিয়ে রাখতে চায়। এই দড়ি ছিঁড়ে ফেলতে হবে।’

ক্ষমতা ছাড়ার পরে দুর্ভোগে পড়া সম্পর্কে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘২৬ বছর আগে ক্ষমতা ছেড়েছি। যেদিন ক্ষমতা ছেড়েছি সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসছি। কোনো কূল-কিনারা পাইনি। এই দুঃখের দিনের অবসান ঘটাতে হবে।’

সম্প্রতি উচ্চ আদালতে এরশাদের দুর্নীতি মামলা সচল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এক মাসে আগে আমার বিরুদ্ধে আবার নতুন মামলা চালু হয়েছে। প্রতিটি সময় আমার শঙ্কায় কাটে। আসলে সবাই চায় এরশাদকে পায়ে দড়ি দিয়ে রাখতে। এ দড়ি ছিঁড়ে ফেলতে হবে।’

দড়ি ছেঁড়ার জন্য পার্টিই একমাত্র অবলম্বন- এমন আশা ব্যক্ত করে এরশাদ বলেন, ‘একটি শক্তিশালী জাতীয় পার্টিই আমাকে দুঃখের সাগর থেকে মুক্তি দিতে পারে। কারণ, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না।’ এরশাদ আরো বলেন, ‘পহেলা জানুয়ারি মহাসমাবেশে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি ফেল না নয়। শক্তিশালী রাজনৈতিক দল।’

জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আলোচনা সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, এম ফয়সাল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন। 

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!