• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ বাজেট বাস্তবায়ন করতে পারবে?


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০১৭, ১০:১৯ পিএম
এ বাজেট বাস্তবায়ন করতে পারবে?

ঢাকা: নতুন অর্থবছরের (২০১৭-১৮) প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, এটা এ যাবতকালের সর্ববৃহৎ বাজেট, শুনতে ভালই লাগে, কিন্তু প্রশ্ন হচ্ছে এ বাজেট বাস্তবায়ন করতে পারবে কিনা?

আজ বৃহস্পতিবার (১ জুন) রাজধানীর পল্টনের ইম্পেরিয়াল হোটেলে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বাজেট বাস্তবায়ন নিয়ে এ সংশয় প্রকাশ করেন।  

এটা বাজেট জনকল্যাণমুখী কিনা তাও দেখতে হবে এমন মন্তব্য করে এরশাদ বলেন, বাজেটে ১৫ শতাংশ ভ্যাট ধরা হয়েছে, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে এ ভ্যাটের কারণে গরীব ও খেটে খাওয়া সাধারণ মানুষের উপর চাপ পড়বে কিনা সেটা দেখবার বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা ও জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক।

বিকেলে জাতীয় সংসদে নতুন অর্থবছরে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!