• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
‘তুই শুধু আমার’ 

‘এই ছবির পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই প্রতারণা’


বিনোদন প্রতিবেদক জুন ৭, ২০১৮, ০৩:১৪ পিএম
‘এই ছবির পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই প্রতারণা’

ঢাকা: ‘তুই শুধু আমার’ ছবিটি দেখে আমার কাছে মনে হয়েছে এই ছবির পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই প্রতারণা। এটি একেবারেই কলকাতার একটি ছবি। এমনকি আমাদের দেশের কৃষ্টি-কালচারও ছবিতে অবহেলিত। ছবির গল্পে মাহির স্বামী তাকে খেতে বলে। তখন মাহি বলেন, আমি খাবো না, আজ আমি উপোস। ছবি দেখে কথা গুলে বলেছেন প্রিভিউ কমিটির সদস্য জায়েদ খান।

তিনি সিনেমাটি নিয়ে আরও বলেন, এ সিনেমার আরেকটা জায়গায় আছে, সেখানে মাহি তার ডায়লডে বলেছেন, লন্ডন এত সুন্দর না, আমাদের কলকাতা অনেক সুন্দর। এসব ডায়ালগ শুনে কার মনে হবে, এটি কলকাতার ছবি নয়?’ কথাগুলো বলছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। গতকাল বুধবার বিএফডিসিতে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি ‘তুই শুধু আমার’ ছবিটি প্রিভিউ করে। 

আসন্ন ঈদে মুক্তি দেওয়ার জন্যই প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয় যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘তুই শুধু আমার’। ছবিতে অনিয়ম সম্পর্কে জায়েদ খান বলেন, ‘এই ছবির আসলে পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই প্রতারণা ‘ 

এখানে ফাইট ডিরেক্টর কলকাতার, কোরিওগ্রাফার কলকাতার, সংগীতশিল্পী কলকাতার, ক্যামেরাম্যান কলকাতার, শুধু একজন এডিটরের নাম দেওয়া আছে বাংলাদেশের। উনার নাম মোহাম্মদ একরাম। আমরা ছবিটি দেখার পর উনার সঙ্গে ফোনে কথা বলি। তিনি কমিটিকে জানিয়েছেন, তিনি এই ছবি এডিট করেননি। শুধু দুদিন ছবিতে কাজ করেছিলেন। উনার নাম দেওয়া হয়েছে, সেটা উনি জানেন না।’

অভিনয়শিল্পীদের নিয়ে জায়েদ খান বলেন, ‘আমাদের দেশ থেকে মাহিসহ চারজন শিল্পী এই ছবিতে অভিনয় করেছেন। অন্যরা হলেন সুব্রত দা, বড়দা মিঠু ও হাসান ইমাম। ছবির টাইটেলে হাসান ইমাম সাহেবের নাম অতিথিশিল্পী লেখা। কারণ, তিনি মাত্র দুই সিক্যুয়েন্সে কাজ করেছেন। সুব্রত দা ও বড়দা মিঠু তাঁরাও দুটি করে সিক্যুয়েন্সে কাজ করেছেন। আমাদের যৌথ প্রযোজনার নীতিমালা অনুযায়ী দুই দেশের সমান কলাকুশলী নেওয়ার কথা, সেটি এই ছবিতে নেওয়া হয়নি। অভিনয়শিল্পীদের সমান সমান হওয়ার কথা দুই দেশের। সেখানে আমাদের দেশের শিল্পীরা নেই বললেই চলে।’

জায়েদ আরো বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি অবশ্যই দুই দেশে শুটিং করতে হবে। কিন্তু এই ছবি বাংলাদেশে একদিনও শুটিং করা হয়নি। সবকিছু মিলিয়ে আমরা কমিটির সবাই একমত হয়েছি, এটা যৌথ প্রযোজনার ছবি নয়। এটি একেবারেই কলকাতার ছবি।’ 

দেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের এস কে মুভিজ যৌথভাবে প্রযোজনা করেছে ছবিটি। বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার জয়দীপ মুখার্জি এই সিনেমার পরিচালক। অভিনয় করেছেন দেশের মাহিয়া মাহি, কলকাতার সোহম ও ওম।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!