• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এই প্রথম আফ্রিকা সফরে জুকারবার্গ


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক সেপ্টেম্বর ১, ২০১৬, ০৫:১৮ পিএম
এই প্রথম আফ্রিকা সফরে জুকারবার্গ

প্রথমবারের মতো আফ্রিকা সফর করলেন ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ। এ সময় নাইজেরিয়ায় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। জুকারবার্গ আফ্রিকায় ফ্রি ফেসবুক ব্যবহারের ব্যবস্থা করার আশ্বাস দেন। একই সঙ্গে ইন্টারনেটের বেশ কিছু বেসিক বিষয় নিয়ে সবার সঙ্গে কথা বলেন ফেসবুকের প্রধান এই কর্মকর্তা। ভারতে ফ্রি ফেসবুক দেয়ার সমালোচনায় পড়েন জুকারবার্গ। আফ্রিকায় এ বিষয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি জানান, তারা তিন ধাপে ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দিতে চান।

জুকারবার্গ বলেন, প্রথমে আমরা নেটওয়ার্কের উপর জোর দিতে চাই। কারণ আফ্রিকায় অনেক স্থানে সেলফোনের নেটওয়ার্ক থাকে না। তাই আমরা স্যাটেলাইট পাঠাতে চাই। দ্বিতীয়ত ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে চান বলে জানান জুকারবার্গ। পরিকল্পনার শেষভাগে থাকবে ইন্টারনেট ব্যবহারে সচেতনতা তৈরি করা। ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিয়ে আলোচনা করা। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!