• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই প্রথম যুদ্ধবিরতিতে সম্মত তালেবান


আন্তর্জাতিক ডেস্ক জুন ৯, ২০১৮, ১২:৫৭ পিএম
এই প্রথম যুদ্ধবিরতিতে সম্মত তালেবান

ঢাকা: ঈদকে সামনে রেখে আফগান সরকারের সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তালেবান। তবে এই যুদ্ধবিরতি বিদেশী বাহিনীগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে সংগঠনটির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে।

ঈদের ছুটির সময় যেকোনো ধরনের অভিযান বন্ধ রাখতে বাহিনীর যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান। তবে আক্রমণ হলে তা প্রতিহতের কথাও জানানো হয়েছে।

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন-সমর্থিত বাহিনী হামলা করার পর এই প্রথম কোনো যুদ্ধবিরতিতে সম্মত হলো তালেবান।

এর আগে গত সপ্তাহে একপাক্ষিক যুদ্ধবিরতি ঘোষণা করে আফগান সরকার। এছাড়া ইসলামিক স্টেটের (আইএস) মতো অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও যুদ্ধবিরতি ঘোষণা করেছে তারা।

তবে যুদ্ধবিরতি কখন থেকে শুরু হবে, তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ঈদের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে এটি কার্যকর হতে পারে। আফগান ক্যালেন্ডার অনুসারে, ১৫ জুন রমজানের শেষ দিন হওয়ার কথা।

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানে তাদের বাহিনী এই ‘যুদ্ধবিরতির প্রতি সম্মান’ দেখাবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!