• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এই মৌসুমে কোর্টে নামা হচ্ছে না জোকারের


ক্রীড়া ডেস্ক জুলাই ২৭, ২০১৭, ০১:২২ পিএম
এই মৌসুমে কোর্টে নামা হচ্ছে না জোকারের

ঢাকা: ইউএস ওপেন থেকে নাম তুলে নিয়েছেন ১২ বারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী নোভাক জকোভিচ৷ কাঁধের চোটের জন্য তাঁর খেলা নিয়ে মঙ্গলবারই সংশয় তৈরি হয়েছিল৷ টেনিস দুনিয়ার কাছে নোভাক নিজেই জানিয়েছিলেন চিকিৎসকরা তাঁর কাঁধের চিকিৎসা করছেন৷তাই কোর্টে ফেরা নিয়ে তিনি নিজেও সংশয়ে আছেন৷ তার সেই আশঙ্কাই সত্যি হলো।

বুধবার অবশ্য সার্বিয়ান তারকা খোলাসা করে জানিয়ে দিলেন, ২০১৭ মৌসুমে আগামী কোন টুর্নামেন্টেই খেলবেন না তিনি৷ বিশ্রাম নিয়ে তারপরই টেনিস সার্কিটে কামব্যাক করবেন জকোভিচ৷ ফেসবুক লাইভের মাধ্যমে সাবেক এক নম্বর তারকা বলেছেন, ‘অত্যন্ত কষ্টের সঙ্গেই জানাচ্ছি, ক্যারিয়ারে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম৷ চলতি মৌসুমে আর কোর্টে ফিরছি না৷ চোটের জন্যই ইউএস ওপেন থেকে নাম তুলে নিয়েছি৷’

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে কাঁধের চোটের জন্য টমাস বর্ডিচের বিপক্ষে মাঝপথেই ম্যাচ ছেড়ে দেন৷ প্রথন সেট হারলেও দ্বিতীয় সেটে দুরন্ত লড়াই করলেও দ্বিতীয় গেমেই অসম্ভব যন্ত্রণা নিয়ে কোর্ট ছাড়েন জোকার৷ এরপর চিকিৎসকের পরামর্শে থাকলেও এখনই টেনিস সার্কিটে ফেরার সম্ভবনা নেই নোভাকের৷ চিকিৎসকেরা আগেই জানিয়ে দিয়েছেন, অতিরিক্ত ম্যাচ খেলার জন্যই কাঁধে চোট পেয়েছেন জকোভিচ৷এই চোট গুরুতর না হলেও বিশ্রান না নিয়ে কোর্টে ফেরা সম্ভব নয়।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!