• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এই রেকর্ডে বাংলাদেশের তামিমই প্রথম


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৫, ২০১৭, ০৯:০৩ পিএম
এই রেকর্ডে বাংলাদেশের তামিমই প্রথম

ফাইল ছবি

ঢাকা: রাজশাহী কিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হারলেও তামিম ইকবাল নতুন এক মাইলফলক অতিক্রম করেছেন। প্রথম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রানের গন্ডি পেরিয়েছেন। এদিন তামিম বিপিএলে প্রথম ফিফটির দেখা পান। খেলেছেন ৬৩ রানের ইনিংস।

৪ হাজার রান স্পর্শ করতে তামিমকে খেলতে হয়েছে ১৪৯টি ম্যাচ। তাতে ফিফটি করেছেন ২৮টি। সেঞ্চুরি রয়েছে দুটি। তামিমের রান দাঁড়িয়েছে ৪০১৫। ৪৮ রান করতে পারলেই তামিম ৪ হাজার রান ছুঁয়ে ফেলতেন। ১৩ তম ওভারে হোসেন আলীকে উড়িয়ে মেরে এই মাইলফলক অতিক্রম করেন তিনি। শেষ অবধি ৪৫ বলে ৬৩ রান করেছেন তামিম। চার বাউন্ডারির পাশাপাশি মেরেছেন তিনটি ছক্কা।

ব্যাটিংয়ে বাংলাদেশের প্রায় সব রেকর্ডই তামিম নিজের করে রেখেছেন। প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন। ওয়ানডে ও টেস্টে সবচেয়ে বেশি রানও এসেছে তামিমের ব্যাট থেকে(৫৭৬৬ ও ৩৮৮৬)।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!