• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই হার ঢাকার জন্য ভালো!


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৫, ২০১৭, ০৯:৫৮ এএম
এই হার ঢাকার জন্য ভালো!

ঢাকা: কাগজে কলমে বরাবরের মতো এবারও শক্তিশালি দল গড়েছে ঢাকা ডায়নামাইটস। লক্ষ্য একটাই চ্যাম্পিয়নশীপ ধরে রাখা। এটা সবার জানা, আগের চার আসরের তিনটিতেই শিরোপা জিতেছে ঢাকা।

সেই দলটি পঞ্চম বিপিএলের উদ্বোধনী ম্যাচেই হোঁচট খেয়েছে। নাসির হোসেনের সিলেট সিক্সার্সের কাছে হালে পানি পায়নি ঢাকা। ৯ উইকেটে হেরে স্রেফ উড়ে গিয়েছে।

কেন এত বড় হার এমন প্রশ্ন থেকে নিজেকে দুরে রাখতেই কি না ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান? তাঁর পরিবর্তে এলেন আবু হায়দার। হারের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন,‘ উইকেট ভালো ছিল। আজ আমাদের একটা খারাপ দিন গেছে। দ্রুত উইকেট পড়ে যাওয়া ও মাঝে দুজন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় বড় স্কোর হয়নি।’

ব্যাটিংই নয়, বোলিংও বাজে হয়েছে ঢাকার। সিলেটের দু’ওপেনারই ম্যাচ থেকে ছিটকে ফেলে দিয়েছে ঢাকাকে। আবু হায়দার ৩ ওভার বোলিং করে রান দিয়েছেন ২৭। বাজে বোলিং করার ব্যাখ্যায় এই পেসার বলেছেন,‘ যে পরিকল্পনা ছিল সে অনুযায়ী বোলিং করতে পারিনি। যে ভুলগুলো হয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াব।’

টুর্নামেন্টের ফেবারিটদের যাত্রা শুরু হলো হার দিয়ে। এটা নিশ্চয় সতর্ক বার্তাও। তবে এই হারকে বড় করে না দেখে আবু হায়দার এক অর্থে এর ভালো দিক খুঁজে পেয়েছেন,‘ একটা খারাপ দিন যেতেই পারে। আমাদের খারাপ দিনটা হয়তো আগেই চলে গেছে। শুরুতে খারাপ দিন যাওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে। চেষ্টা করব সামনে নতুন উদ্যমে আবার শুরু করতে।’

বিপিএলে খুব বেশি বসে থাকার সুযোগ নেই। নতুন উদ্যমে শুরু করতে রোববারই ঢাকা সামনে পাচ্ছে খুলনা টাইটান্সকে। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। ঢাকা নিশ্চয় ঝাঁপাবে ম্যাচটি জেতার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না খুলনার সঙ্গে এবারই প্রথম যুক্ত হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। মাহমুদউল্লাহর নেতৃত্বে অনেক নামী তারকা খেলবেন দলটিতে। কাজেই ঢাকা খুব সহজে জয় পাবে এটা ভাবলে ভুলই করবে!


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!