• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচপি’র হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন এনামুল-লিটনরা


ক্রীড়া প্রতিবেদক জুন ১৮, ২০১৭, ০৯:১২ পিএম
এইচপি’র হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন এনামুল-লিটনরা

ঢাকা: অনেকদিন হলো বাংলাদেশ ‘এ’ দল নেই। জাতীয় দল থেকে বাদ পড়াদের ভরসা বলতে এখন হাই পারফরম্যান্স (এইচপি) দল। এনামুল হক, লিটন দাস, আবুল হাসান, মেহেদি মারুফদের প্রমাণের মঞ্চ তাই এইচপি দল। এদের নিয়ে অস্ট্রেলিয়ায় শক্তিশালি এইচপি দলই পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল সব ম্যাচ খেলবে ডারউইনে। তিন দিনের ম্যাচের সঙ্গে খেলবে পাঁচটি ওয়ানডে। তিনি বলেন, ‘আমরা ১৬ জনের একটা দল দিয়েছি, যারা অস্ট্রেলিয়া যাচ্ছে। আমরা দুটি জিনিস নিয়ে এখানে কাজ করছি, একটা ইমিডিয়েট রিপ্লেসমেন্ট, আরেকটা ডেভেলপমেন্ট স্কোয়াড। ওই হিসেবেই আমরা খেলোয়াড় দিয়েছি।’

এরপর মিনহাজুল যোগ করেন, ‘অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে ডেকেছি। তার মধ্যে এনামুল হক বিজয় আছে, মেহেদী মারুফ, লিটন দাস, আবুল হাসান আছে। কিছু প্রতিশ্রুতিশীল ক্রিকেটারও আছে। ভালো একটা কম্বিনেশন দাঁড় করিয়েছি। আশা করছি এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবো। যেটা আমরা জাতীয় দল, ‘এ’ দলে কাজে লাগাতে পারবো।’
আগষ্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিম-সাকিব আল হাসানরা যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সামনে আছে আরও অনেক খেলা। তার আগে কিছু খেলোয়াড়কে দেখে নিতে চান নির্বাচকরা। মিনহাজুল বলেন,‘ ঘরের মাঠে টেস্ট ম্যাচ আছে। দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটের খেলা আছে। বড় সিরিজ আছে ব্যাক টু ব্যাক। সে হিসেব মাথায় রেখেই কিছু খেলোয়াড়কে দেখবো।’

১০ জুলাই জাতীয় দলের ফিটনেস ক্যাম্পের জন্য ২৯ জনের দল দেবেন নির্বাচকরা। এখান থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দল বেছে নেবে নির্বাচকরা। অস্ট্রেলিয়া সফর শেষে এইচপি দল যাবে ইংল্যান্ড সফরে। এই সফরে ভালো করতে পারলে অনেকের সামনে জাতীয় দলের দরজা খুলতে পারে। তাছাড়া ‘এ’ দলও গঠন করা হবে। এখান খেকে ‘এ’ দলে যাওয়ারও সুযোগ থাকছে ক্রিকেটারদের জন্য।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!