• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ খেলতে ঢাকায় মালদ্বীপের টিসি স্পোর্টস


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২১, ২০১৮, ০৯:০৯ পিএম
এএফসি কাপ খেলতে ঢাকায় মালদ্বীপের টিসি স্পোর্টস

ঢাকা: ক্লাব পর্যায়ে হলেও চলতি বছরে নিজেদের মাঠে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে মালদ্বীপের টিসি স্পোর্টস (ট্রাস্ট অ্যান্ড কেয়ার) ফুটবল ক্লাব। সেই লক্ষ্যে এরইমধ্যে ঢাকায় পৌঁছেছে অতিথি দলের খেলোয়াড়রা।  

দুই লেগের প্লে-অফের পরের ম্যাচটি আগামী সপ্তাহে মালদ্বীপে অনুষ্ঠিত হবে। এএফসি কাপে এবার বাংলাদেশ থেকে দুটি ক্লাব অংশ নিচ্ছে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী সরাসরি সুযোগ পেয়েছে এএফসি কাপের গ্রুপ পর্বে। অপরদিকে প্রাক বাছাই প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করে সাইফ স্পোর্টিং ক্লাব। মালদ্বীপের লিগ রানার্সআপদের হারাতে পারলে প্লেঅফ খেলবে। প্লে-অফ লড়াইয়ে জয়ী দল আরেক দফা প্লে-অফ খেলবে। ওই লড়াই জিতলে মূলপর্বে খেলার সুযোগ মিলবে।

ঢাকায় পৌঁছে বিশ্রাম নিয়ে বিকালে বুয়েট মাঠে অনুশীলন করেছে টিসি স্পোর্টস ক্লাবের খেলোয়াড়রা। ২০১৭ সালের ৩ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ট্রফি জিতেছিল মালদ্বীপের ক্লাবটি। ফলে এদেশের ফুটবল সম্পর্কে ভালই ধারনা আছে তাদের।  

টিসি স্পোর্টস ক্লাবের কোচ নিজাম মোহাম্মেদ বলেন, ‘আমাদের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর মতোই শক্তিশালী। তাদের দ্বিতীয় লেগের ৬-৭টি ম্যাচ দেখেছি। সাইফ স্পোর্টিং ক্লাব যে চট্টগ্রাম আবাহনী থেকে কিছু কয়েকজন খেলোয়াড় নিয়েছে তাও জানি। ওই ফুটবলারদের সঙ্গে শেখ কামাল টুর্নামেন্টে খেলেছে আমার ছেলেরা’-বলেছেন অতিথি ক্লাবটির কোচ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!