• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এও বেকার ভাতা পান, কিন্তু আপনি?


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ৫, ২০১৮, ১২:১৭ পিএম
এও বেকার ভাতা পান, কিন্তু আপনি?

ঢাকা: বিশ্বের উন্নত দেশগুলোতে চাকরি না থাকলে বেকার ভাতার ব্যবস্থা আছে। তবে কুকুরের চাকরি নেই তাই বেকার ভাতা দেয়ার ঘটনা সত্যিই অবিশ্বাস্য। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগানে রাইডার নামের একটি কুকুরের নামে ইস্যু করা হয়েছে সপ্তাহে ৩৬০ ডলারের বেকার ভাতা!

জানা গেছে, রাইডারের মালিক মিশেল হ্যাডক একজন আইনজীবী। নিজের কুকুরের নামে একটি ইনস্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে বেকার ভাতার চিঠি তার হাতে পৌঁছালে বেশ অবাক হন তিনি। রাইডার নাকি একটি রেস্তোয়ায় কাজ করত। এখন বেকার হয়ে পড়েছে!

এ ব্যাপারে হ্যাডক বলেছেন, রাইডার কখনো কোনো রেস্তোরাঁয় কাজ করেছিল বলে তার মনে পড়ে না। একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, আমার কুকুর রাইডার সপ্তাহে ৩৬০ ডলার বেকার ভাতা পেতে চলেছে। জানি না এতো টাকা দিয়ে সে কী করবে!

তবে কোনো ভুলের কারণে এটা হয়ে থাকতে পারে ভেবে হ্যাডক চিঠিটা মিশিগান কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে জানা যায়, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অধিদপ্তরের ডাটাবেজ থেকে প্রায় এক কোটি ৭৬ লাখ মার্কিন নাগরিকের তথ্য চুরি হয়। রাইডারের নামে ইস্যু করা বেকার ভাতাটি এমনই এক প্রতারণার অংশ। সূত্র: এনডিটিভি


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!