• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক এশিয়া শ্লোগানে আইক্যাব সম্মেলনের যাত্রা শুরু


মোস্তফা ইমরান রাজু সেপ্টেম্বর ২, ২০১৬, ০৫:৩৩ পিএম
এক এশিয়া শ্লোগানে আইক্যাব সম্মেলনের যাত্রা শুরু

মালয়েশিয়া : এশিয়ার দেশগুলোর প্রায় তিন’শ পঞ্চাশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টি’র নবম সম্মেলন। পুত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক এশিয়া শ্লোগানে এবারের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু নাজীব রাজাক।

উপস্থিত রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এক এশিয়া গড়ার লক্ষে কাজ করছি। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা আমাদের লক্ষে পৌঁছাতে পারবো। সন্ত্রাসবাদ প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে মালয়েশিয়ার এ প্রধানমন্ত্রী বলেন ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে যা হিরোশিমার বিধ্বংসী বোমায় নিহতদের সমপরিমান। বিশ্বনেতাদের উদ্দেশ্যে তিনি জোর দিয়ে বলেন মালয়েশিয়ায় মুসলিম সন্ত্রাস বলে কিছু নাই। আর দেশের নিরাপত্তার জন্য বর্তমান সরকার দৃড় প্রতীজ্ঞ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নাজীব রাজাক।  

উদ্বোধনী দিনে বাংলাদেশের হয়ে বক্তব্য রাখেন আইক্যাপের স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান ও একান্ত সচিব মেজর খালেদ আখতার (অব.) ও  সাদ এরশাদ উপস্থিত ছিলেন।

ছিলেন আইক্যাপের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, রাশেদ বাদল ও এড. মিনহাজ উদ্দিন মিরান। বিএনপি’র পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আইন শাখার সদস্য মোহাম্মদ রুহুল কুদ্দুস, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি, আসিয়ান ও এশিয়া উইংয়ের সহ-সভাপতি মাহবুব আলম শাহ, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হারুন রশিদসহ অনেকে সম্মেলনে অংশ নেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!