• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এক-তৃতীয়াংশই আ.লীগের বিদ্রোহী


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৮, ২০১৬, ০৮:৫৯ পিএম
এক-তৃতীয়াংশই আ.লীগের বিদ্রোহী

ঢাকা: প্রথমবারের মতো দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দুপুর ২টায় ভোটগ্রহণ শেষ হয়েই শুরু হয় গণনা। পরে গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ফল ঘোষণায় দেখা যায় নির্বাচনে এক-তৃতীয়াংশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রর্থীরা জয়ী হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৮টি পরিষদের চেয়ারম‌্যান নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফলে দেখা গেছে- ৩৮টি জেলায় চেয়ারম‌্যান পদে নির্বাচন হয়েছে, তার ১৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন। ৬১ জেলার মধ‌্যে ২১টিতে চেয়ারম‌্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ছিলেন, দুটি স্থগিত হওয়ায় বাকি ৩৮টি জেলা পরিষদের চেয়ারম‌্যান নির্বাচনে ভোটগ্রহণ হয়।

বিএনপি-জাতীয় পার্টিসহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ‌্যে পরোক্ষ ভোটের এই নির্বাচনে বাকি ৩৮টি জেলার এক-তৃতীয়াংশে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জয় দেখা গেছে।

এদিকে নির্দলীয় এই নির্বাচনে গোলযোগ না হলেও এই নির্বাচনে বিপুল টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে এবং তা স্বীকারও করে নিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ভোটে অংশ না নেওয়া বিএনপির নেতারা একে ‘তামাশার ভোট’ বলেছেন। পরোক্ষ ভোট সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় যুক্তি দেখিয়ে জেলা পরিষদের প্রথম এই নির্বাচন বর্জন করে দলটি।

সোনালীনিউজের পাঠকদের জন্য জেলায় চেয়ারম্যান পদে কারা নির্বাচিত হলেন তাদের নাম তুলে ধরা হলো-

সিলেট : সিলেট জেলা পরিষদ নির্বাচনে সাবেক জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : এ জেলায় চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী  নির্বাচিত হয়েছেন।

ঝালকাঠি (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : ঝালকাঠিত জেলা পরিষদে সরদার শাহ আলম নির্বাচিত হয়েছেন।

বরিশাল : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মইদুল ইসলাম ৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ : এ জেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার : মৌলভীবাজারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক হুইপ ও সাবেক জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

লালমনিরহাট : লালমনিরহাটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বরগুনা : বরগুনায় জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোর হোসেন নির্বাচিত হয়েছেন।

ভোলা (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : ভোলা জেলা পরিষদে আব্দুল মোমিন টুলু বিজয়ী হয়েছেন।

রংপুর : রংপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. ছাফিয়া খানম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী আনারস প্রতীক নিয়ে ৬৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ঠাকুরগাঁও (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সাবেক জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী বিজয়ী হয়েছেন।

নীলফামারী : নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ৪৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত। তার নিকটতম আ.লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট মমতাজুল হক পেয়েছেন ৪১১ ভোট।

ঢাকা (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : ঢাকায় মো. মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।

নেত্রকোনা (বিনা প্রতিদ্বন্দ্বিতা): নেত্রকোনা জেলা পরিষদে প্রশান্ত কুমার রায় নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আজিজুল ইমাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।

মুন্সীগঞ্জ (বিনা প্রতিদ্বন্দ্বিতা):  মুন্সীগঞ্জ জেলা পরিষদে মো. মহিউদ্দিন বিজয়ী হয়েছেন।

কিশোরগঞ্জ (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান বিজয়ী হয়েছেন।

শরীয়তপুর : শরীয়তপুরে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৪৬ ভোট পেয়ে আওয়ামী লীগের ছাবেদুর রহমান খোকা সিকদার  বিজয়ী হয়েছেন।

রাজবাড়ী : রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে তালগাছ প্রতীক নিয়ে ৫০৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ফকির আব্দুল জব্বার।

জামালপুর : জামালপুরে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : নারায়ণগঞ্জ জেলা পরিষদে মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

গাজীপুর (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : গাজীপুর জেলা পরিষদে মো. আখতারুজ্জামান বিজয়ী হয়েছেন।

টাঙ্গাইল (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) :  টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : ফরিদপুরে মো. লোকমান মৃধা বিজয়ী হয়েছেন।

মানিকগঞ্জ : জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. গোলাম মহীউদ্দীন চেয়ারম্যান বিজয়ী হয়েছেন তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রমজান আলীকে ১২৩ ভোটে পরাজিত করেন।

যশোর  (বিনা প্রতিদ্বন্দ্বিতা) :  যশোর জেলা পরিষদে শাহ হাদিউজ্জামান নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : কুষ্টিয়া জেলা পরিষদে রবিউল ইসলাম বিজয়ী হয়েছেন।

বাগেরহাট  (বিনা প্রতিদ্বন্দ্বিতা) : বাগেরহাট জেলা পরিষদে শেখ কামরুজ্জামান টুকু বিজয়ী হয়েছেন।

সাতক্ষীরা : সাতক্ষীরায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম জয়লাভ করেছেন। তিনি ১২টি কেন্দ্রে ৬৫৩ ভোট পেয়েছেন।

মেহেরপুর : মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ গোলাম রসুল (আনারস) নির্বাচিত হয়েছেন। তিনি ১০৭ ভোট পেয়েছেন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ শামসুল আবেদীন খোকন (মোবাইল) প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : চট্টগ্রামে এম এ সালাম বিজয়ী হয়েছেন।

ফেনী (বিনাপ্রতিদ্বন্দ্বিতা): ফেনীতে আজিজ আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

কক্সবাজার : কক্সবাজারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা : কুমিল্লায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সাবেক নৌ-বাহিনীর প্রধান মো. আবু তাহের (চশমা) বিজয়ী হয়েছেন।

জয়পুরহাট  (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : জয়পুরহাট জেলা পরিষদে আরিফুর রহমান রকেট বিজয়ী হয়েছেন।

নওগাঁ (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : নওগাঁয় এ কে এম ফজলে রাব্বি,

নাটোর (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : নাটোরে সাজেদুর রহমান খাঁন নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : সিরাজগঞ্জ জেলা পরিষদে আব্দুল লতিফ বিশ্বাস বিজয়ী হয়েছেন।

পাবনা : পাবনায় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

জেলা পরিষদে চেয়ারম্যান যারা


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!