• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এক বছরের বেশি বেকার থাকলে ভাতা দেয়া হবে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৭, ০৫:২৯ পিএম
এক বছরের বেশি বেকার থাকলে ভাতা দেয়া হবে

ঢাকা: শিক্ষিতরা এক বছরের বেশি বেকার থাকলে তাদের বেকার ভাতা দেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (১২ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসমাবেশে এ ঘোষণা দেন তিনি।

খালেদা জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকাররা যাতে চাকরি পায়, তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়ার ব্যবস্থা করা হবে। এসময় গ্রামের মানুষের জন্য গ্রামমুখী উন্নয়নের ব্যবস্থা করা হবে জানিয়ে ভিশন ঘোষণা করেন খালেদা জিয়া।

বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তিনি জনসভাস্থলে প্রবেশ করেন। এসময় নেতাকর্মীরা তাকে বিভিন্ন ধরনের স্লোগানে-স্লোগানে স্বাগত জানান। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, জনসভায় যোগদানের জন্য সকাল থেকে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন। দুপুর পৌনে ২টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।  

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!