• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক মাসের মোবাইল কোর্টে তিন লাখ টাকা জরিমানা আদায়


ঝালকাঠি প্রতিনিধি আগস্ট ১৪, ২০১৮, ০৮:১৫ পিএম
এক মাসের মোবাইল কোর্টে তিন লাখ টাকা জরিমানা আদায়

ঝালকাঠি : জেলায় গত জুলাই মাসে ৩৯টি মোবাইল কোর্টে ৮৮টি মামলা দায়ের হয়েছে। এতে ৯৬ জনকে দন্ডিত করা হয়েছে। মোবাইল কোর্ট ৩ লাখ ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। তিনজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেয়া হয়েছে এতে। ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিন মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সোমবার এই তথ্য জানিয়েছেন।

পেট্রোলিয়াম আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ইভটিজিং বিরোধী অভিযান, পণ্য নিয়ন্ত্রণ আইন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, টাউট আইন, করাতকল আইন, পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন, মৎস্য সংরক্ষণ আইন, মোটরযান অধ্যাদেশ, আভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন, ড্রাগ আইন, প্রকাশ্য জুয়া আইন ইত্যাদি বিষয়ের ওপরে অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড ও খণ্ডকালীন সাজা দেয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!