• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক যুগ কারারুদ্ধ দুই প্রতিবন্দীকে হাজিরের নির্দেশ


আদালত প্রতিবেদক জানুয়ারি ৫, ২০১৭, ১২:৫৬ পিএম
এক যুগ কারারুদ্ধ দুই প্রতিবন্দীকে হাজিরের নির্দেশ

এক যুগের বেশি সময় ধরে কিশোরগঞ্জ কারাগারে বন্দি মানসিক প্রতিবন্দী শফিকুল ইসলাম ওরফে স্বপন (৩৫) ও ছাবেদ আলীকে (৫৫) ১৯ জানুয়ারি হাইকোর্টে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে কারাবন্দি দুইজনের মামলার নথিও তলব করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি কারাবন্দি দুইজনকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১২ ডিসেম্বর যমুনা টেলিভিশনে এক যুগের বেশি সময় ধরে কিশোরগঞ্জে কারাবন্দি এই দুইজনকে নিয়ে সংবাদ প্রচারিত হয়। এ সংবাদটি সংযুক্ত করে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী কুমার দেবুল দে বিয়ষটি আদালতের নজরে আনলে আদালত এ নির্দেশ দেন।

পরে আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের জানান, পৃথক দুটি হত্যা মামলায় শফিকুল ইসলাম স্বপন ২০০১ সালের ২৫ এপ্রিল থেকে ও ছাবেদ আলী ২০০৩ সালের ২৯ জুন থেকে বিনা বিচারে কারাবন্দি রয়েছে। দীর্ঘ কারাবাসে তারা এক ধরনের মানসিক রোগে ভুগছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!