• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক লেবুর দাম ৯৮০০ টাকা!


বিচিত্র-সংবাদ ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০১৮, ১০:২৩ এএম
এক লেবুর দাম ৯৮০০ টাকা!

ফাইল ছবি

ঢাকা: লেবু অপছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তবে একটি লেবুর মূল্য কত হতে পারে? আট-দশ টাকার বেশি হয়তো হবে না। কিন্তু কখনো কি শুনেছেন একটি লেবুর দাম ৯৮০০ (৭৬০০ রুপি) টাকা হয়! হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে।

তাহলে কি এ লেবুতে কোনো হিরা-জহরত বসানো আছে? না, ব্যাপারটা এমন নয়। আসলে দিন কয়েক আগে এই লেবুটি শিবরাত্রিতে শিবের পূজায় ব্যবহার করা হয়েছিল। ভারতের তামিলনাড়ুর ইরোড় জেলার পাঝাথিন্নি করুপান্নান মন্দিরে পূজার পর শুক্রবার লেবুটিকে নিলামে তোলা হয়। সেখানেই এক ভক্ত লেবুটি কিনে নেন ৭৬০০ রুপির বিনিময়ে। শিবগিরির কাছে ওলাপালায়ম গ্রামের এক ব্যক্তি লেবুটি কেনেন।

শুধু লেবুই নয়, পূজায় ব্যবহৃত অন্যান্য বেশ কিছু সামগ্রী নিলামে তুলেছিল মন্দির কর্তৃপক্ষ। নারকেলসহ নানা ধরনের ফলমূল, রুপোর পাত্রের মতো জিনিসও চড়া মূল্যে বিক্রি হয় নিলামে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!