• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একই রাতে হবিগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি


হবিগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২৩, ২০১৮, ০৪:০০ পিএম
একই রাতে হবিগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

হবিগঞ্জ : জেলা শহরের সিনেমাহল রোড এলাকায় একই রাতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ৪ প্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়িরা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় শহরের তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভুগান্তিতে পড়েন শহরবাসী। খবর পেয়ে সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শহরের সিনেমাহল রোডের ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে বাসায় চলে যান। মঙ্গলবার সকালে ওই এলাকার মামুন টেলিকম, শাপলা স্টোর, এনি টেইলার্স ও খাজা ফ্যাশনের মালিকরা তাদের দোকান খোলে দেখেন দোকানে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, চার্জার, সিম, শার্ট-প্যান্টসহ যাবতীয় মালামাল চুরি হয়ে গেছে। চুরেরা ওই দোকানগুলোর টিনের চালা কেটে দোকানে প্রবেশ করে লুটপাট করে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে শহরের তীব্র যানজটের সৃষ্টি হলে ভুগান্তিতে পড়েন শহরবাসী। খবর পেয়ে পুলিশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

এ ব্যাপারে মামুন টেলিকমের স্বত্বাধিকারী মামুন মিয়া জানান, তার দোকানের প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল বলেন, সম্প্রতি শহরের চুরি ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়ে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান তিনি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, ঘটনাটি দুঃখজনক। শহরের প্রাণকেন্দ্রে এ রকম চুরি উদ্বেগজনক। শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!