• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একটি অঙ্গই বলে দেয় ‘সে’ কেমন মেয়ে


লাইফস্টাইল ডেস্ক নভেম্বর ১, ২০১৭, ০১:১৭ পিএম
একটি অঙ্গই বলে দেয় ‘সে’ কেমন মেয়ে

ঢাকা: নারীর ভূষণ আসলে শরীরের একটি অঙ্গ। সেই অঙ্গই টেনে রাখে পুরুষের চোখ। আর অভিজ্ঞ পুরুষই সঠিকভাবে দেখতে পারে সেই অঙ্গ। একটি অঙ্গে অনেক কথা বলে দেয়। তাই তো মুখের আর এক নাম ‘মনের দর্পণ’। বিশেষজ্ঞরা বলেন, মানুষের মুখের কিছু বৈশিষ্ট্য দেখে বোঝা যায় চরিত্র।

  • যাদের মুখ লম্বার তুলনায় কম চওড়া, তারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। আবার যাদের মুখ লম্বার তুলনায় বেশি চওড়া, তারা জন্মগতভাবেই আত্মবিশ্বাসী।
  • চোখের উপরে থাকে ভ্রূ। কিন্তু যে মেয়ের ভ্রূ চোখ থেকে যত উপরে তার আত্মকেন্দ্রিকতা তত বেশি। সে ব্যক্তিগত পছন্দ অপছন্দকে বেশি গুরুত্ব দেয়।
  • দু’টি ভ্রূয়ের মধ্যে দূরত্ব দেখে বোঝা যায় তার কঠিন পরিস্থিতি সহ্য ক্ষমতা কেমন। দূরত্ব যত বেশি, সহ্য ক্ষমতা তত বেশি।
  • উপরের ঠোঁট ও নাকের মধ্যে দূরত্ব দেখে আন্দাজ করা যায় কার মধ্যে হাস্যরস কেমন। দূরত্ব যত বেশি হাস্যরস তত বেশি।
  • উপরের ঠোঁট যত মোটা হয়, তার কথায় ও আচরণে ততই ভদ্রতা এবং মহত্ব পাওয়া যায়। 
  • যে মেয়ের চোখের পাতা যত মোটা ও কোঁকড়ানো, তার বিশ্লেষণ ক্ষমতা তত বেশি। যাদের চোখের পাতায় কোনো ভাঁজ নেই, তারা দ্রুত সিদ্ধান্ত নেন।
  • চোখের মণির রং বলে দেয় অনেক কিছু। যার মণির রং যত গাঢ় তার মনের গভীরতা তত বেশি। তার আকর্ষণ ক্ষমতাও তত বেশি। সূত্র: এবেলা

সোনালীনিউজ/ঢাকা/এইচএ

Wordbridge School
Link copied!