• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একটি কয়েল সমান ৫৭টি সিগারেট!


স্বাস্থ্য ডেস্ক নভেম্বর ১৩, ২০১৬, ০৩:৪৪ পিএম
একটি কয়েল সমান ৫৭টি সিগারেট!

মশা তাড়াতে কয়েল ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গরমকালে মশারির চেয়ে কয়েলেই ‌আরাম খোঁজেন সবাই। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, একটি কয়েল আপনার স্বাস্থ্যের জন্য কতটা হুমকি?

কার্যত আপনি হয়ত দেখছেন, মশার কয়েল আপনাকে শান্তিতে ঘুমাতে সাহায্য করছে। দৃশ্যত তা-ই। কিন্তু এই কয়েল শুধু মশা তাড়াতে কিংবা মশার মৃত্যুতে নয়, আপনার সুস্থ স্বাভাবিক জীবনের জন্যে-ও হুমকি। 

এর কারণে আপনার শারীরিক ক্ষতিও হচ্ছে। বলতে পারেন, মশার কয়েলে আপনার মৃত্যুঝুঁকিও বাড়ছে!  কারণ মানবদেহের জন্য একটি কয়েল ৫৭টি সিগারেটের সমান ক্ষতি করে। 

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা থেকে এ তথ্য উঠে এসেছে। এতে  চিকিৎসক ও পরামর্শক ড. সুজিত রাজন বলেন, আপনি যখন একটি কয়েল জ্বালান তখন সারা রাত তা আপনার ঘরের বায়ুদূষণের কারণ হয়; যা ৫৭টি সিগারেটের সমান ক্ষতি করে। 

ইউনিসেফের এক টুইটে, দিল্লির বায়ু ২৫টি সিগারেটের সমান ক্ষতি করছে, এমন তথ্য আসার পর এই আলোচনাসভার আয়োজন করা হয়। 

এতে রাজ্য সরকারের প্রতিনিধি, চিকিৎসক, গবেষক, ট্রাফিক পুলিশ অফিসার এবং সাধারণ নাগরিকেরা অংশ নেন। সূত্র : ডিএনএ ইন্ডিয়া। 

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!