• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একটি জয়ের সন্ধানে মুশফিক-সৌম্যরা


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৯:৩৩ পিএম
একটি জয়ের সন্ধানে মুশফিক-সৌম্যরা

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের দুর্দান্ত শুরুর পরও রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। একইভাবে টেস্ট সিরিজেও শুরুটা ভালো ছিলো টাইগারদের। ব্যাটসম্যানদের দৃঢ়তায় চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ ড্র করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে লজ্জার হার বরণ করে সিরিজ হেরে বসে স্বাগতিকরা। ত্রিদেশীয় ও টেস্ট সিরিজ হারের দুঃস্মৃতিকে সঙ্গী করে দুই ম্যাচের টি-টোয়েন্টি লড়াই শুরু করে লাল সবুজের দল। কিন্তু জয় সেই অধরাই। তাই একটি জয়ের সন্ধানে মরিয়া মুশফিক-সৌম্যরা

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায়  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে উজ্জিবীত শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তাই জয় দিয়ে সিরিজ হার এড়ানোর পাশাপাশি সিলেট ভেন্যুকে স্মরণীয় করে রাখাই লক্ষ্য হবে বাংলাদেশের। পক্ষান্তরে ত্রিদেশীয় ও টেস্ট জয়ের পর টি-টোয়েন্টি সিরিজও জিততে মরিয়া থাকবে শ্রীলঙ্কা।

কথায় আছে শেষ ভাল যার, সব ভাল তার। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে শেষটা ভাল করার আশাবাদ ব্যাক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘ঘুরে দাঁড়ানোর একটা তাগিদ সবার মাথায় কাজ করছে। আশা করি, আমরা মাঠে কিছু একটা করে দেখাতে পারব। যেটা আমি আগেই বললাম যে, নিজেরা অনুপ্রাণিত হওয়া, বাংলাদেশ দলকে কিছু দেওয়ার জন্য বাড়তি কিছু করা। এই জিনিসগুলো নিয়ে আমরা চেষ্টা করছি। নিজেরাও ওই জিনিসটা অনুভব করছি। আশা করছি, ভালো কিছু দেখাতে পারব।’

মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা নিজেদের অনুপ্রাণিত করার চেষ্টা করছি যেন সিরিজটা জিততে না পারি, অন্তত ড্র করতে পারি। এটাই লক্ষ্য। প্রত্যেকটা ম্যাচই আমরা খেলেছি জেতার জন্য। চেষ্টা থাকবে এটাই, যেন নিজেরাই অনুপ্রাণিত হয়ে ভালো একটা ফল নিয়ে শেষ করতে পারি।’

এদক সিলেটের ভেন্যুতে প্রথমবারের মত খেলতে নামছে বাংলাদেশ। এই ভেন্যুতে আগে কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলেনি টাইগাররা। তারপরও সাহস যোগানোর রসদ রয়েছে বাংলাদেশের। কারন গত নভেম্বরে এই্ ভেন্যুতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বেশক’টি ম্যাচ খেলে গেছে বাংলাদেশের খেলোয়াড়রা। সেই অভিজ্ঞতা শ্রীলঙ্কার বিপক্ষে কতটা কাজে লাগাতে পারে বাংলাদেশ, সেটি এখন দেখার বিষয়।

বাংলাদেশ দল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদি হাসান, আফিফ হোসেন ও জাকির হাসান।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, আসলে গুনারত্নে, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাদুশঙ্কা, জেফরি ভান্দারসে, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, জীবন মেন্ডিস ও আসিথা ফার্নান্দো।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!