• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একটি ফ্যান ও একটি লাইটের বিল ২ লাখ ৯৪ হাজার টাকা!


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৮, ০৮:২৮ পিএম
একটি ফ্যান ও একটি লাইটের বিল ২ লাখ ৯৪ হাজার টাকা!

ঘটনার শিকার হতদরিদ্র বাবুল

ঢাকা: ঘরে বিদ্যুৎ সংযোগ কাল হয়ে দাঁড়াল হতদরিদ্র বাবলুর পরিবারের। ঘরে মাত্র একটি লাইট (বৈদ্যুতিক বাতি) ও একটি ফ্যান এবং একটি টিভি রয়েছে। টিভি আবার সময় চলে না। সারামাস ব্যবহার করলে বিল আসবে হয়ত ৩০০-৫০০ টাকা। কিন্তু ওই পরিবারের বিদ্যুৎ বিল এলো দুই লাখ ৯৪ হাজার ৬৬ টাকা! এমন ভুতুড়ে বিদ্যুৎ বিল পেয়ে বিপাকে পড়েছে হতদরিদ্র ওই পরিবারটি ।

আর এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কদমবাঁধি গ্রামে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে টালির চালায় বসবাসরত দিনমজুর বাবলু জানান, মাসে ৩০০-৫০০ টাকা বিল আসে। সে টাকা জমা দিতেই হিমশিম খান তিনি।

তিনি আরো বলেন, তিন মাস কোনো বিল দিয়ে যায়নি বিদ্যুৎ অফিস। হঠাৎ করে সেপ্টেম্বর মাসে এসে বিল দেয় বিদ্যুৎকর্মী।

সেখানে জুন, জুলাই ও আগস্ট মিলে তিন মাসের মোট বিল আসে দুই লাখ ৯৪ হাজার টাকা।

অর্থাৎ মাসে গড়ে সাড়ে ৯৮ হাজার টাকা করে বিল এসেছে।

বাবলু পাত্রের অভিযোগ, এ ঘটনায় অনেকবার বিদ্যুৎ অফিসে গিয়েও কোনো সুরাহা হয়নি। উল্টো বিদ্যুৎকর্মীরা এসে তার ঘরের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে গেছে।

এ নিয়ে কথা বলতে গেলে এক লাখ টাকা ঘুষ দিলে এ সমস্যার সমাধান করে দেবেন বলে জানান আমলাগড়া বিদ্যুৎ অফিসের কর্মীরা।

পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে একবার আত্মহত্যাও করতে গিয়েছিলেন বাবলু।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে আমলাগড়া বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য না করে বিষয়টি তারা এড়িয়ে গেছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!