• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একা সব করা সম্ভব নয় মেসির পাশে ক্রোয়েশিয়া


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০১৮, ১০:১৩ এএম
একা সব করা সম্ভব নয় মেসির পাশে ক্রোয়েশিয়া

ঢাকা: নিজের ক্যারিয়ারে বোধহয় সবচেয়ে বাজে ম্যাচটি খেললেন লিওনেল মেসি ক্রোয়েশিয়ার বিপক্ষে। যে ম্যাচে তাঁর কাছে প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি সেখানেই কি না তিনি আর্জেন্টিনাকে হতাশায় ডোবালেন। ক্রোয়েশিয়ার কাছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা হেরে গেল ৩-০ গোলে।

১৯৫৮ বিশ্বকাপের পর গ্রুপপর্বে এটি আর্জেন্টিনার সবচেয়ে বড় হার। ৬০ বছর পর এরকম একটি হার হজম করা যে কষ্টের সেটি আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোতে পরিস্কার ফুটে উঠেছে।

১৯৬২ সালের পর মাত্র একবার আর্জেন্টিনাকে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। এবার সেই শঙ্কা ঘিরে ধরেছে মেসিদের। বার্সেলোনায় মেসির যে ঝলক দেখা যায় ক্রোয়েশিয়া ম্যাচে তাঁর ছিটেফোটারও দেখা মেলেনি। পুরো ম্যাচজুড়ে মেসিকে যেন অদৃশ্য করে রেখেছিল ক্রোয়েশিয়া। সেই তাদের কাছ থেকে সবচেয়ে বেশি সহমর্মিতা পাচ্ছেন মেসি।

বার্সায় মেসির সঙ্গে খেলেন ইভান রাকিতিচ। বৃহস্পতিবার খেলেছেন দুর্দান্ত। একটা গোলও করেছেন। রাকিতিচ আবার মেসির বড় ভক্ত। তিনি বলছেন, ‘মেসির জন্য সত্যি খুব খারাপ লাগছে। এখনো আশা করছি ও যেন পরের রাউন্ডে যায়।’

আর্জেন্টিনার বিপক্ষে পাওয়া জয়কে রাকিতিচ চমক বলতে নারাজ। তাঁর ভাষায়,‘আমি বলব না এটা চমক। আমরা বিশ্বকাপে সেরা দল নিয়ে এসেছি। প্রতিটা ম্যাচ জেতার জন্যই এসেছি। হ্যাঁ, আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফির দাবিদার। ওদের গ্রুপ চ্যাম্পিয়নই হওয়ার কথা ছিল। তাদের হারাতে পারা আমাদের জন্য অনেক আনন্দের।’

ক্লাব ফুটবলে বার্সার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সেই দলেই খেলেন লুকা মডরিচ। ম্যাচে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর বুলেট গতির শট আর্জেন্টাইনদের বুকে শেলের মতোই বেধেছে। সেই মডরিচ বলে দিলেন, একা খেলে ফুটবল জেতা যায় না,‘ মেসি অনন্যসাধারণ এক ফুটবলার। কিন্তু ওর একার পক্ষে সব করা সম্ভব নয়। এখন ফুটবলে আপনি একা জিততে পারবেন না। সতীর্থদের সাহায্য আপনার লাগবেই।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!