• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়’


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০১৬, ০২:৫৩ পিএম
‘একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়, এজন্য সর্বস্তরের মানুষের সহায়তা দরকার। তবে সর্বসাধারণকে সংস্থার প্রতি বিশ্বাস রাখতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে কমিশন ব্যর্থ হলেও সব সময় সচেষ্ট থাকবে।

সোমবার (২১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ১৩ বছরে পা দেওয়া দুদকের এবারের প্রতিবাদ্য ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে না বলুন’।

সম্প্রতি বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় দুদক। এ ব্যাপারে ইকবাল মাহমুদ বলেন, ছোট-বড় সবার বিরুদ্ধে পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন।

এর আগে, কার্যালয়ের সামনের আঙিনায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!