• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একুশে পদকপ্রাপ্ত ২১ পরিচালককে সংবর্ধনা দিবে পরিচালক সমিতি


বাবুল হৃদয় ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০২:০৪ পিএম
একুশে পদকপ্রাপ্ত ২১ পরিচালককে সংবর্ধনা দিবে পরিচালক সমিতি

এটিএম শামসুজ্জামান- নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু- ইলিয়াস কাঞ্চন

ঢাকা: অমর একুশে পদকপ্রাপ্ত ২১জন বরেণ্য চলচ্চিত্র পরিচালকে সংবর্ধনা দিবে চলচ্চিত্র পরিচালক সমিতি। ভাষার মাসে এফডিসির ভিআইপি প্রজেকশন হলে এই সংবর্ধনা দেয়া হবে। সোনালীনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতিরি সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

মুঠোফোনে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বলেন, ‘গত একুশে ফেব্রুয়ারি আমরা ‘জীবন থেকে নেয়া’ সিনেমার জন্য নায়ক রাজ্জাককে সংবর্ধনা জানিয়েছিলাম। গুনীদের সম্মাননা জানালে আসলে নিজেরাও সম্মানিত হই, পাশাপশি এই উছিলায় সবাই একসঙ্গে হওয়া যায়। একটা সৌহার্দ্য-ভালোবাসা গড়ে ওঠে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই সম্মাননার আয়োজন করা’।

মুশফিকুর রহমান গুলজার আরো বলেন, ‘আমরা ২১ ফেব্রুয়ারির দিন সংবর্ধনার দিন চুড়ান্ত করলেও মন্ত্রীর সঙ্গে সিডিউল নিয়ে জটিলতা দেখা দেয়ায় তারিখ ২/৩দিন পেছাতে হতে পারে। তবে একুশ ফেব্রুয়ারি উপলক্ষেই সম্মাননা দেয়া হবে।’

আমজাদ হোসেন-সৈয়দ হাসান ইমাম-হুমায়ূন আহমেদ

যারা পাবেন সংবর্ধনা
মরনোত্তরসহ মোট ২১জনকে দেয়া হবে সংবর্ধনা। এই তালিকায় রয়েছেন-দেশ বরেণ্য চলচ্চিত্র পরিচালক জহির রায়হান একুশে পদক-১৯৭৭ (মরনোত্তর), আমজাদ হোসেন, একুশে পদক-১৯৯২, ওবায়েদ-উল হক, একুশে পদক-১৯৮১ (মরনোত্তর) , হুমায়ূন আহমেদ, একুশে পদক-১৯৯৪ (মরনোত্তর), সৈয়দ শামসুল হক, একুশে পদক-১৯৮৪ (মরনোত্তর), চলচ্চিত্র পরিচালক সৈয়দ হাসান ইমাম, একুশে পদক-১৯৯৯,

সুভাষ দত্ত, একুশে পদক-১৯৯৯ (মরনোত্তর), গাজী মাজহারুল আনোয়ার, একুশে পদক-২০০২, আবদুল্লাহ আল মামুন, একুশে পদক-২০০০ (মরনোত্তর), সাদেক খান, একুশে পদক-২০০২ (মরনোত্তর), আব্দুল জব্বার খান, একুশে পদক-২০০২ (মরনোত্তর),  খান আতাউর রহমান, একুশে পদক-২০০৩ (মরনোত্তর), তারেক মাসুদ একুশে পদক-২০১২ (মরনোত্তর), চাষী নজরুল ইসলাম, একুশে পদক-২০০৪ (মরনোত্তর), 

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, একুশে পদক-২০১০ পাওয়ায় বিশেষ, এটিএম শামসুজ্জামান একুশে পদক-২০১৫, তানভীর মোকাম্মেল, একুশে পদক-২০১৭ (মরনোত্তর) ইলিয়াস কাঞ্চন, একুশে পদক-২০১৮, কলিম শরাফী, একুশে পদক- ১৯৭৫ (মরনোত্তর),ও আলি মনসুর, একুশে পদক-১৯৯৪(মরনোত্তর)।


সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!