• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একেই বলে ভাগ্য, যুব অলিম্পিক হকিতে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক মে ২৭, ২০১৮, ০৯:১৮ পিএম
একেই বলে ভাগ্য, যুব অলিম্পিক হকিতে বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা: কথায় বলে কপালে থাকলে ঠেকায় কে? খানিকটা এই রকমই ঘটেছে বাংলাদেশের যুব হকি দলের ভাগ্যে। বাছাই পর্বে তৃতীয় হয়েও আয়োজকদের ইচ্ছায় যুব অলিম্পিক গেমসে অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। আগামী ৬ থেকে ১৮ অক্টোবর আর্জেন্টিনার রাজধানীতে বসবে যুব অলিম্পিকে আসর।

যদিও এই গেমসে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলেরই খেলার কথা ছিল। কিন্তু আয়োজকরা নতুন করে তৃতীয় দেশকে সুযোগ দেওয়ায় বাংলাদেশের ভাগ্য খুলে গেছে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব অলিম্পিকে খেলবে বাংলাদেশ। ফাইভ-এ-সাইড এই প্রতিযোগিতায় বাংলাদেশ যুব দলটি মূলত বিকেএসপির হকি খেলোয়াড়দের নিয়ে গঠিত।

সুযোগ পাওয়া প্রসঙ্গে যুব দলের কোচ জাহিদ হোসেন রাজু বলেন, ‘যুব অলিম্পিকের ওয়েবসাইটে বাংলাদেশের নাম উঠেছে। তৃতীয় দেশ হিসেবে তরুণরা খেলার সুযোগ পাচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় খবর। ১২ টি দেশের মধ্যে বাংলাদেশের নাম থাকছে।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকেও হকি ফেডারেশনের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। খেলোয়াড়দের নামও পাঠাতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!